Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জানুয়ারি ২০২৫

ইজিসিবি লিঃ এর সোনাগাজী ৭৫ মেঃ ওঃ সোলার পাওয়ার প্লান্ট পরিদর্শন।


প্রকাশন তারিখ : 2025-01-20

গত ১৮ জানুয়ারী ২০২৫খ্রিঃ তারিখ, শনিবার বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ইজিসিবি লিঃ এর চেয়ারম্যান জনাব কেএম আলী রেজা ইজিসিবি'র আওতাধীন ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর চান্দিয়ায় সরকারি পর্যায়ে নির্মিত সর্ববৃহৎ ৭৫ মেঃ ওঃ সোলার পাওয়ার প্লান্ট পরিদর্শন করেন।

পরিদর্শনকালীন সময়ে তিনি, বিদ্যুৎ কেন্দ্র সবুজায়নের লক্ষ্যে ইজিসিবি কর্তৃক চলমান বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে একটি ফলজ গাছ রোপন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ইজিসিবি'র ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মঈন উদ্দিন (অব:), ইজিসিবি বোর্ডের পরিচালনা পর্ষদ সদস্য বিদ্যুৎ বিভাগের যুগ্ন সচিব জনাব আলিয়া মেহের, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর সদস্য (উৎপাদন) জনাব খঃ মোকাম্মেল হোসেন এবং সদস্য (কোম্পানি অ্যাফেয়ার্স) জনাব মোঃ শামসুল আলম, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব জনাব মোঃ আব্দুর রহমান, বিদ্যুৎ বিভাগের উপসচিব জনাব আসমা নাসরীন, ফারাহ ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী জনাব পি. এম. আব্দুল বারী। উপস্থিত সকল অতিথিগণ বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

সোনাগাজী ৭৫ মেঃ ওঃ সৌর বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক কার্যক্রম নিয়ে সোলার এরিয়া পরিদর্শন শেষে সকল অতিথিদের সামনে সংক্ষিপ্ত উপস্থাপনা পেশ করেন উক্ত বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট ম্যানেজার প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইজিসিবি'র নির্বাহী পরিচালক (ওএন্ডএম) জনাব এ. কে. এম. মনজুর কাদির, নির্বাহী পরিচালক (পিএন্ডডি) জনাব মীর মোঃ জিন্নাত আলীসহ বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

পরিদর্শন শেষে চেয়ারম্যান মহোদয় উক্ত বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক কর্মকান্ড নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ প্রদান করেন।