অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) এর প্রতিনিধিদলের সোনাগাজী ৭৫ মেঃওঃ সৌর বিদ্যুৎ কেন্দ্র এবং সোনাগাজী ২০০ মেঃওঃ (+১০%) সৌর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
প্রকাশন তারিখ
: 2025-01-24
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) এর প্রতিনিধিদলের সোনাগাজী ৭৫ মেঃওঃ সৌর বিদ্যুৎ কেন্দ্র এবং সোনাগাজী ২০০ মেঃওঃ (+১০%) সৌর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
অদ্য ২৩ জানুয়ারী ২০২৫খ্রিঃ তারিখ, বৃহস্প্রতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এর অতিরিক্ত সচিব (অনুবিভাগ প্রধান, প্রশাসন ও মধ্যপ্রাচ্য) জনাব মোহাম্মদ হাসান আরিফ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এর রিজিওনাল হাব ম্যানেজার (রেসিডেন্ট হেড) জনাব মুহাম্মদ নাসিস বিন সুলায়মানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ ইজিসিবি'র আওতাধীন ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর চান্দিয়ায় সরকারি পর্যায়ে নির্মিত চালুকৃত সর্ববৃহৎ ৭৫ মেঃ ওঃ সোলার পাওয়ার প্লান্ট এবং সোনাগাজী ২০০ মেঃওঃ (+১০%) সৌর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালীন সময়ে প্রতিনিধিদলের সদস্যগণ বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
সোনাগাজী ৭৫ মেঃ ওঃ সৌর বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক কার্যক্রম নিয়ে সোলার এরিয়া পরিদর্শন শেষে সকল অতিথিদের সামনে সংক্ষিপ্ত উপস্থাপনা পেশ করেন উক্ত বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট ম্যানেজার প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইজিসিবি'র নির্বাহী পরিচালক (পিএন্ডডি) জনাব মীর মোঃ জিন্নাত আলীসহ বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ।