ইজিসিবি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৪ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ ০৫ মার্চ ২০২৪ইং বিকাল ৪ টায় ইজিসিবির কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে....।।
প্রকাশন তারিখ
: 2024-03-05
ইজিসিবি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৪ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ ০৫ মার্চ ২০২৪ইং বিকাল ৪ টায় ইজিসিবির কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে....।।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইজিসিবি'র ব্যবস্থাপনা পরিচালক জনাব মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ)। এছাড়াও ইজিসিবির নির্বাহী পরিচালক (পিএন্ডডি), সকল প্রধান প্রকৌশলীসহ উর্ধ্বতন কর্মকতাগণ উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার আহবায়ক জনাব মোঃ আবু হানিফ আফ্রাদ, উপ-মহাব্যবস্থাপক (অর্থ) এর সঞ্চালনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সোহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সম্পৃতি স্থাপন করে। তিনি এ ধরনের প্রতিযোগিতা নিয়মিতভাবে আয়োজনের নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, সর্বমোট ৪০ টি দল উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দল সমুহের নাম ফুল, ফল, পাখি এবং নদীর নামে নামকরণ করা হয়। পুরো প্রতিযোগিতায় সর্বমোট ৬০টি খেলা অনুষ্ঠিত হয় এবং ০৩ দিনে প্রতিযোগিতা শেষ করা হয়।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় হরিপুর ৪১২ মেঃওঃ সিসিপিপি এর দল টিয়া (মোঃ মনছুর আলী সহকারী প্রকৌশলী এবং ফায়েজ খান সহকারী প্রকৌশলী) এবং রানার আপ হয় হরিপুর ৪১২ মেঃ ওঃ এরই অন্য দল গোলাপ (মো: মোদাচ্ছির রহমান, স্টোর অফিসার এবং কাজী জোবায়ের হোসেন, নিরাপত্তা প্রহরী)।
বিজয়ীদের ক্রেস্ট, মেডেল ও সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।