Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd মে ২০২৪

ইজিসিবি লি: এর ২০২৩-২৪ অর্থ বছরের আওতায় ইনোভেশন শোকেসিং ২০২৪ অনুষ্ঠিত।


প্রকাশন তারিখ : 2024-04-30
ইনোভেশন শোকেসিং ২০২৪ অনুষ্ঠিত হয়েছে ইজিসিবিতে...।
আজ ৩০ এপ্রিল ২০২৪ইং রোজ মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় ইজিসিবি'র মাঠপর্যায়ের ইনোভেটরদের অংশগ্রহণে ইজিসিবি'র কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে ইনোভেশন শোকেসিং ২০২৪। ইজিসিবি'র প্রধান প্রকৌশলী (পিএন্ডডি) ও চীফ ইনোভেশন অফিসার জনাব ইব্রাহীম আহমদ শাফী আল মোহতাদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইজিসিবি'র ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ)।
সহকারী প্রকৌশলী (আইসিটি) জনাব সানজিদা সেনজিক ও সাবরিনা মতিন সায়মা'র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ইজিসিবি'র ইনোভেশন কমিটির অন্যতম সদস্য জনাব মোঃ রাশেদুজ্জামান খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (আইসিটি)। এর পর ইনোভেশন শোকেসিং এ অংশগ্রহণকারী ৩ টি টিমের ইনোভেশন আইডিয়া প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিস্টেম এনালিস্ট জনাব হুমায়ুন কবীর, ইজিসিবি'র নির্বাহী পরিচালক (পিএন্ডডি) জনাব মোঃ নাজমুল আলম এবং নির্বাহী পরিচালক (ওএন্ডএম) জনাব একেএম মনজুর কাদির। এছাড়াও অন্যান্য প্রধান প্রকৌশলীগণসহ উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে ইনোভেশন শোকেসিং এ ১ম স্থান অর্জন করেন হরিপুর ৪১২ মেঃ ওঃ সিসিপিপি (দলনেতা: একেএম জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী), ২য় স্থান অর্জন করেন সিদ্ধিরগঞ্জ ২×১২০ মেঃ ওঃ পিপিপি (দলনেতা: মোঃ মাসুদুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী) এবং ৩য় স্থান অর্জন করেন সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেঃ ওঃ সিসিপিপি (দলনেতা: মোঃ আবু সাঈদ, নির্বাহী প্রকৌশলী)
প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।