Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st জানুয়ারি ২০২৫

ইজিসিবি'র ২৭তম বার্ষিক সাধারণ সভা


প্রকাশন তারিখ : 2025-01-01
 
ইজিসিবি'র ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে...।।
 
গত ৩০ ডিসেম্বর ২০২৪ইং তারিখ সন্ধ্যা ৬ টায় বিদ্যুৎ ভবনে ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইজিসিবি লিমিটেডের চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব জনাব কে এম আলী রেজা সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে ইজিসিবি'র ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ) ইজিসিবি'র সার্বিক কর্মকান্ডের উপর একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন। অতিথিগণ তাদের বক্তব্যে ইজিসিবি লিঃ এর সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে ইজিসিবির সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ইজিসিবি'র উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। 
 
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রেজাউল করিম। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ, ইজিসিবির সম্মানিত পরিচালনা পর্ষদ সদস্যগণ, শেয়ারহোল্ডারগণ, বিভিন্ন সংস্থা/কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকগণ ও ইজিসিবির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সভাপতি জনাব কে এম আলী রেজা, চেয়ারম্যান ইজিসিবি লিঃ সভার সমাপ্তি ঘোষণা করেন।