ইজিসিবি'র ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে...।।
গত ২০ ডিসেম্বর ২০২৩ইং তারিখ সন্ধ্যা ৬ টায় বিদ্যুৎ ভবনে ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইজিসিবি লিমিটেডের চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব জনাব তানিয়া খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের মাননীয় সিনিয়র সচিব জনাব মোঃ হাবিবুর রহমান, বিপিএএ।
অনুষ্ঠানের শুরুতে ইজিসিবি'র ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ) ইজিসিবি'র সার্বিক কর্মকান্ডের উপর একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মহোদয় ইজিসিবি লিঃ এর সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে ইজিসিবির সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ইজিসিবি'র উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তিনি আশা ব্যক্ত করেন, ইজিসিবি কর্তৃক নির্মাণাধীন সোনাগাজী ৭৫ মেগাওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্র খুব শীঘ্রই জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ করবে যার ফলে ফেনী, কুমিল্লা অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুর রহমান। এছাড়া
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইজিসিবির সম্মানিত পরিচালনা পর্ষদ সদস্যগণ, শেয়ারহোল্ডারগণ, বিভিন্ন সংস্থা/কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকগণ, বিশ্ব ব্যাংকের কর্মকর্তাগণ ও ইজিসিবির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সভাপতি জনাব তানিয়া খান, চেয়ারম্যান ইজিসিবি লিঃ সভার সমাপ্তি ঘোষণা করেন এবং উপস্থিত সকল অতিথিদের নিয়ে নৈশভোজে অংশ নেন।