ইজিসিবি পরিচালনা পর্ষদ এর নব নিযুক্ত পরিচালকগণ , অর্থ বিভাগের উপসচিব জনাব মোঃ আব্দুর রহমান, বিদ্যুৎ বিভাগের উপসচিব জনাব আসমা নাসরীন , জনাব পি. এম. আব্দুল বারী , জনাব গোলাম ইফতেখার মাহমুদ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ইজিসিবি বোর্ডের পক্ষ থেকে। গত ২০ নভেম্বর ২০২৪ইং তারিখে অনুষ্ঠিত বোর্ড সভায় তারা নতুন পরিচালক হিসেবে যোগদান করেন।