Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জানুয়ারি ২০২৪

Feni Solar Power Company Limited (FSPCL)

ফেনী সোলার পাওয়ার কোম্পানি লিমিটেড

কোম্পানির গঠনের পটভূমিঃ

  • বিদ্যুৎ বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে উন্মুক্ত EOI আহবানের মাধ্যমে জয়েন্ট ভেঞ্চার পার্টনার হিসাবে Marubeni Corporation, Japan কে নির্বাচন করা হয়।
  • সরকারের নীতিগত অনুমোদন সাপেক্ষে ২০/০৫/২১ তারিখে ইজিসিবি এবং Marubeni এর মধ্যে Memorandum of Understanding স্বাক্ষরিত হয়।
  • ০৪/০৯/২৩ তারিখের কেবিনেট সভায় জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গঠনের লক্ষ্যে Joint Venture Agreement (JVA), Memorandum of Association (MOA) ও Articles of Association (AOA) অনুমোদিত হয়।
  • ০৩/১০/২৩ তারিখে ইজিসিবি এবং Marubeni এর মধ্যে Joint Venture Agreement স্বাক্ষরিত হয়।

কোম্পানির সংক্ষিপ্ত বিবরণঃ

  • ১৯/১১/২৩ তারিখে RJSC তে জয়েন্ট ভেঞ্চার কোম্পানির নিবন্ধন সম্পন্ন হয়।
  • মালিকানাঃ ইজিসিবি ও Marubeni Corporation, Japan।
  • শেয়ারের পরিমাণঃ ইজিসিবি ৫০% ও Marubeni ৫০%।
  • কোম্পানির ধরনঃ প্রাইভেট লিমিটেড কোম্পানি।
  • ২৭/১১/২৩ তারিখে কোম্পানির ১ম বোর্ড সভা অনুষ্ঠিত হয়।

বাস্তবায়নাধীন প্রকল্পঃ

  • প্রকল্পের নামঃ ফেনী জেলার সোনাগাজীতে ১০০ মেঃওঃ সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প।
  • ইজিসিবি’র অধিগ্রহণকৃত ভূমির ৩৫০ একর ব্যবহার করে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। 
  • Project Finance এর মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
  • COP 26-এ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ২০৪১ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৪০% পর্যন্ত ক্লিন এনার্জী হতে উৎপাদনে প্রকল্পটি অবদান রাখবে।  
  • সরকারের নবায়নযোগ্য শক্তির উৎস হতে ১০% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা এবং SDG লক্ষ্যমাত্রা ৭.২ অর্জনেও প্রকল্পটি অবদান রাখবে।       

বাস্তবায়নাধীন প্রকল্পের বর্তমান অবস্থাঃ

  • ট্যারিফ নেগোসিয়েশান ২২/০৮/২৩ তারিখে সম্পন্ন হয়েছে।
  • ২৭/০৯/২৩ তারিখে CCGP কর্তৃক ট্যারিফ অনুমোদিত হয়েছে।
  • ০৫/১১/২৩ তারিখে বিউবো কর্তৃক LOI ইস্যু করা হয়েছে।
  • ০৯/১১/২৩ তারিখে বিউবো এর নিকট LOI Acceptance Letter দাখিল করা হয়েছে।
  • ১৯/১১/২৩ তারিখে বিউবো এর নিকট Proposal Security দাখিল করা হয়েছে।
  • ১৪/১২/২৩ তারিখে বিউবো কর্তৃক প্রকল্পের খসড়া PPA এবং IA প্রেরণ করা হয়েছে, যা বর্তমানে রিভিউ করা হচ্ছে।
  • বর্তমানে প্রকল্পের ৩টি পরামর্শক (Technical, Legal, Environmental & Social) নিয়োগের লক্ষ্যে কার্যক্রম চলমান আছে।
  • প্রকল্পে অর্থায়নের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংক/অর্থায়নকারী সংস্থার সাথে আলোচনা চলমান আছে।
  • ইপিসি ঠিকাদার নিয়োগের লক্ষ্যে শীঘ্রই ইপিসি বিড আহবান করা হবে।
  • ডিসেম্বর ২০২৫ নাগাদ বিদ্যুৎ কেন্দ্রটি হতে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।  

 

ইজিসিবি-Marubeni এর মধ্যে JVA স্বাক্ষরের চিত্র