Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জানুয়ারি ২০২৪

Feni Solar Power Company Limited (FSPCL)

ফেনী সোলার পাওয়ার কোম্পানি লিমিটেড

কোম্পানির গঠনের পটভূমিঃ

  • বিদ্যুৎ বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে উন্মুক্ত EOI আহবানের মাধ্যমে জয়েন্ট ভেঞ্চার পার্টনার হিসাবে Marubeni Corporation, Japan কে নির্বাচন করা হয়।
  • সরকারের নীতিগত অনুমোদন সাপেক্ষে ২০/০৫/২১ তারিখে ইজিসিবি এবং Marubeni এর মধ্যে Memorandum of Understanding স্বাক্ষরিত হয়।
  • ০৪/০৯/২৩ তারিখের কেবিনেট সভায় জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গঠনের লক্ষ্যে Joint Venture Agreement (JVA), Memorandum of Association (MOA) ও Articles of Association (AOA) অনুমোদিত হয়।
  • ০৩/১০/২৩ তারিখে ইজিসিবি এবং Marubeni এর মধ্যে Joint Venture Agreement স্বাক্ষরিত হয়।

কোম্পানির সংক্ষিপ্ত বিবরণঃ

  • ১৯/১১/২৩ তারিখে RJSC তে জয়েন্ট ভেঞ্চার কোম্পানির নিবন্ধন সম্পন্ন হয়।
  • মালিকানাঃ ইজিসিবি ও Marubeni Corporation, Japan।
  • শেয়ারের পরিমাণঃ ইজিসিবি ৫০% ও Marubeni ৫০%।
  • কোম্পানির ধরনঃ প্রাইভেট লিমিটেড কোম্পানি।
  • ২৭/১১/২৩ তারিখে কোম্পানির ১ম বোর্ড সভা অনুষ্ঠিত হয়।

বাস্তবায়নাধীন প্রকল্পঃ

  • প্রকল্পের নামঃ ফেনী জেলার সোনাগাজীতে ১০০ মেঃওঃ সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প।
  • ইজিসিবি’র অধিগ্রহণকৃত ভূমির ৩৫০ একর ব্যবহার করে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। 
  • Project Finance এর মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
  • COP 26-এ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ২০৪১ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৪০% পর্যন্ত ক্লিন এনার্জী হতে উৎপাদনে প্রকল্পটি অবদান রাখবে।  
  • সরকারের নবায়নযোগ্য শক্তির উৎস হতে ১০% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা এবং SDG লক্ষ্যমাত্রা ৭.২ অর্জনেও প্রকল্পটি অবদান রাখবে।       

বাস্তবায়নাধীন প্রকল্পের বর্তমান অবস্থাঃ

  • ট্যারিফ নেগোসিয়েশান ২২/০৮/২৩ তারিখে সম্পন্ন হয়েছে।
  • ২৭/০৯/২৩ তারিখে CCGP কর্তৃক ট্যারিফ অনুমোদিত হয়েছে।
  • ০৫/১১/২৩ তারিখে বিউবো কর্তৃক LOI ইস্যু করা হয়েছে।
  • ০৯/১১/২৩ তারিখে বিউবো এর নিকট LOI Acceptance Letter দাখিল করা হয়েছে।
  • ১৯/১১/২৩ তারিখে বিউবো এর নিকট Proposal Security দাখিল করা হয়েছে।
  • ১৪/১২/২৩ তারিখে বিউবো কর্তৃক প্রকল্পের খসড়া PPA এবং IA প্রেরণ করা হয়েছে, যা বর্তমানে রিভিউ করা হচ্ছে।
  • বর্তমানে প্রকল্পের ৩টি পরামর্শক (Technical, Legal, Environmental & Social) নিয়োগের লক্ষ্যে কার্যক্রম চলমান আছে।
  • প্রকল্পে অর্থায়নের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংক/অর্থায়নকারী সংস্থার সাথে আলোচনা চলমান আছে।
  • ইপিসি ঠিকাদার নিয়োগের লক্ষ্যে শীঘ্রই ইপিসি বিড আহবান করা হবে।
  • ডিসেম্বর ২০২৫ নাগাদ বিদ্যুৎ কেন্দ্রটি হতে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।  

 

ইজিসিবি-Marubeni এর মধ্যে JVA স্বাক্ষরের চিত্র

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon