Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st এপ্রিল ২০২৪

ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবার ডাটাবেজ

উদ্ভাবনী ধারনা/সহজিকৃত/ডিজিটাইজকৃত সেবার ডাটাবেজঃ

ক্রমিক নং ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী/সহজিকৃত/ ডিজিটাইজকৃত সেবা/আইডিয়ার নাম সেবা/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ সেবা/আইডিয়াটি কার্যকর আছে কি-নানা থাকলে কারণ এবং প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কি-না সেবার বিস্তারিত লিংক
০১

Automatic Emergency Response Test of ST Emergency Lube Oil Pump (ELOP) through DCS Integration. (2023-2024)

ইতিপূর্বে Steam turbine lube oil system এর Emergency Response Test এর অংশ হিসেবে Emergency Lube Oil Pump (ELOP) টি শুধুমাত্র বিদ্যুৎ কেন্দ্র বন্ধ অবস্থায় ST এর একটি pressure switch manually drain করে এর start interlock condition trigger করে সেটির automatically চালু পরীক্ষা করা হতো।

 

বর্তমানে ELOP এর Interlock Pressure switch 3-way Solenoid এর মাধ্যমে DCS এর সাথে integration করে automatic চালু হওয়ার ব্যবস্থা করা হয়েছে। ফলে নিম্নোক্ত সুবিধাস্মূহ পাওয়া যাচ্ছেঃ

ST Emergency Lube Oil Pump (ELOP) Auto-Run Test টি Manual থেকে Automated এ রূপান্তরিত হয়েছে।

কোন human intervention ছাড়াই নির্দিষ্ট সময় পরপর test টি automatically সম্পন্ন হয়ে DCS এ report generate হয়।

Steam turbine এর reliability enhancement এ ভূমিকা রাখবে ।

আইডিয়াটি কার্যকর আছে এবং প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে।   লিংক
০২ বিদ্যুৎ কেন্দ্রের Screw Type Instrument Air Compressor-এর Main Air Suction এবং Intercooler ও Aftercooler এর Suction Path এ Pre-Air filter ব্যবহার করণ। (2023-2024)

Screw Type Instrument Air Compressor-এর Main Air Suction এবং Intercooler ও Aftercooler এর Suction Path এ Pre-Air filter mesh, Masking Tape দিয়ে লাগানো হয়েছে।

প্রয়োজনীয় মালামালঃ

Masking Tape, Pre-Air filter mesh.

বাস্তবায়নের বর্তমান অবস্থাঃ

বাস্তবায়নের জন্য এক (০২) ঘণ্টা সময়ের প্রয়োজন হয়েছিল। উদ্ভাবনী উদ্যোগটি বাস্তবায়ন করার পরে বর্তমানে নিম্নলিখিত সুবিধা সমূহ পাওয়া যাচ্ছে।

.TCV- (Time, Cost, Visit) বিশ্লেষণঃ

Compressor এর Maintenance Hour হ্রাস পেয়েছে।

Main Air Filter এর Lifetime বৃদ্ধি পেয়েছে, ফলে বাৎসরিক ভিত্তিতে Air Filter এর জন্য অর্থ ব্যয় কমানো সম্ভব হয়েছে ।

পূর্বের তুলনায় Shutdown maintenance কম লাগছে। অপরদিকে Pre-Air filter সমূহ Compressor Running Condition –এ থাকা অবস্থাতেই পরিবর্তন করা যায় এবং এই কাজ একজন এর মাধ্যমেই করা সম্ভব হচ্ছে।

আইডিয়াটি কার্যকর আছে এবং প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে। লিঙ্ক
০৩ Save DM water, during startup/shutdown by running standby Pump at high tank level from 90% to 50% of condenser receiver tank. (2023-2024)

কনডেনসার রিসিভার ট্যাংকে ০২ টি পাম্প আছে যার একটি চালু থাকে এবং অন্যটি ট্যাংক এর যে কোন লেভেলে স্ট্যান্ডবাই থাকে। কনডেনসার রিসিভার ট্যাংকে লেভেল হাই হাই হলেও একটি পাম্প চলে এবং অন্যটি স্ট্যান্ড বাই থাকে যার কারনে  স্টিম হিট ট্রান্সফার করতে পারে না বিধায় ওয়াটার/স্টিম  লস হয় যা ইভাপোরেশন এর মাধ্যমে ট্যাংক এর বাহিরে চলে যায়।

ইনোভেশন ধারণাটি বস্তবায়ন এর মাধ্যমে,  ট্যাংক লেভেল হাই হাই হয়ে স্ট্যান্ডবাই পাম্প স্বয়ংক্রিয় ভাবে চালু হবে যা ৫০% লেভেল পর্যন্ত চলবে এবং পানি সাশ্রয় হবে। ট্যাংক লেভেল হাই হাই হলে স্ট্যান্ড বাই পাম্প চালুর লজিক কন্ট্রোল সিস্টেমে প্রস্তুত করা হলে পানির ওভার ফ্লো বন্ধ হবে এবং ডি-মিনারালাইজড ওয়াটার সাশ্রয় হবে।

বর্তমানে বাস্তবায়ন করা হয়েছে এবং স্ট্যান্ডবাই পাম্প স্বয়ংক্রিয় ভাবে চালু হচ্ছে এবং পানির ওভার ফ্লো হচ্ছে না।

 

প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে ।

লিঙ্ক
০৪ ফোম এবং আর্দ্রতার জন্য সংবেদনশীল ট্যাঙ্কগুলিতে সঠিক লেভেল ট্রান্সমিটার নির্বাচনের এর মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন নিশ্চিতকরন.(SIP,2018) Ultrasonic type level transmitter ফোম এবং আর্দ্রতার জন্য সংবেদনশীল ট্যাঙ্কগুলির লেভেল পরিমাপে সঠিক সিগন্যাল প্রেরণ করে না যার ফলে স্টিম টারবাইন বন্ধ হয়ে যেত এবং অন্যান্য process interruption হত। এক্ষেত্রে magnetic float এবং gear type level transmitter এর মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা হয়েছে। আইডিয়াটি কার্যকর আছে এবং প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে। সেবাটি ডিজিটাল নয় বিধায় ওয়েব লিংক দেয়া সম্ভব নয়।
০৫ App based plant updates

App এর সাহায্যে প্ল্যান্ট এর sms পাঠানোর মাধ্যমে যথাসম্ভব manual পদ্ধতি হ্রাসকরণ।

SMS খরচ কমানো।

আইডিয়াটি কার্যকর আছে এবং প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে। লিঙ্ক
০৬ বিদ্যুৎ কেন্দ্রের Diverter Damper System modification এর মাধ্যমে Steam Turbine এর দীর্ঘ সময়ের Outage রহিতকরন। (২০২১)

Main Drive Shaft এর crack repair

Diverter Damper এর Hydraulic System এর operating pressure adjustment

Drive Shaft cylinder stroke adjustment

আইডিয়াটি বর্তমানে চালু আছেন এবং প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে।  লিঙ্ক
০৭ স্মার্ট ইকুইপমেন্ট লোকেশন আইডেন্টিফিকেশন সিস্টেম। বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার সময় ফিল্ড অপারেটরদের বিভিন্ন ইকুইপমেন্ট সুইচগিয়ার রুম এ গিয়ে অসংখ্য ব্রেকার এর মধ্য থেকে ম্যানুয়ালি খুঁজে প্রয়োজনীয়  সার্কিট ব্রেকার বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়। ফিল্ড অপারেটরদের ডায়াগ্রাম দেখে অথবা কন্ট্রোল রুম ইঞ্জিনিয়ার দের সাথে ফোন এ কথা বলে প্রয়োজনীয় ইকুইপমেন্ট খুঁজে বের করা অনেকসময় সময়সাপেক্ষ এবং কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। স্মার্ট ইকুইপমেন্ট লোকেশন আইডেন্টিফিকেশন সিস্টেম নামে একটি মোবাইল App এর মাধ্যমে উক্ত কাজ করা হচ্ছে। আইডিয়াটি কার্যকর আছে এবং প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে। লিঙ্ক
০৮ Integration, monitoring, and control of remotely connected River intake chemical dosing system with DCS

সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেঃওঃ সিসিপিপি তে শীতলক্ষ্যা নদীর পানি Treatment করে ব্যবহার করা হয়। বছরের বিভিন্ন সময় নদীর পানির Quality পরিবর্তন হয়। ফলে আনুমানিক ১.৫ কি.মি. দূরে অবস্থিত River Intake dosing system এর পর্যবেক্ষণ করা কষ্ট সাধ্য। এছাড়াও Emergency অবস্থায় কোন Pump Trip বা Change over হলে তাৎক্ষনিক ভাবে তার কারণ চিহ্নিত করা সম্ভব নয়। 

ইনোভেশন ধারণাটি বস্তবায়ন এর মাধ্যমে, বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যমান River Intake Dosing system চাহিদা মত Input এর সাথে DCS এর card configuration এর মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে।

কার্যকর আছে এবং সেবা গ্রহীতাগন প্রত্যাশিত ফলাফল পাচ্ছে লিঙ্ক
০৯ Remote CCR Operation and Control of Gas Booster Compressor (Central Control Room এ GBC এর Operation এবং Control এর জন্য পৃথক Workstation স্থাপন) (সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেঃওঃ সিসিপিপি)

সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেঃওঃ সিসিপিপি এর Gas Booster Compressor (GBC) সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে Start/stop এর ব্যবস্থা ছিল না। কন্ট্রোল রুম থেকে প্রকৌশলীদের সাইটে উপস্থিত হয়ে Local প্যানেল থেকে চালু অথবা বন্ধ করতে হত। emergency অবস্থায় কাজটি করতে অতিরিক্ত সময় ব্যয় হত।

ইনোভেশন ধারণাটি বস্তবায়ন এর মাধ্যমে ,GBC এর জন্য কন্ট্রোল রুমে একটি পৃথক Workstation স্থাপন করা হয়েছে এবং বর্তমানে Remote থেকে GBC চালু/বন্ধ করা যাচ্ছে।

উদ্ভাবনী ধারণাটি কার্যকর আছে এবং প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে সেবাটি ডিজিটাল নয় বিধায় ওয়েব লিংক দেয়া সম্ভব নয়।
১০ 3 phase Load Distribution modification এর মাধ্যমে Auxiliary Current হ্রাস করতঃ Auxiliary consumption হ্রাস করা। (সিদ্ধিরগঞ্জ ২x১২০মেঃ ওঃ পিকিং পাওয়ার প্লান্ট)

বিদ্যুৎ কেন্দ্রের ELP3 নামক থ্রি ফেস লোড ডিসট্রিবিউশন বাসের বর্তমান  Load Distribution কিছুটা unbalance থাকায় সেটি লোড ডিস্ট্রিবিউশন কিছুটা মডিফিকেশন করার  মাধ্যমে Neutral Current হ্রাস করা সম্ভব হবে বিধায় High neutral current এ ট্রিপ এর সংখ্যা হ্রাস পাবে এবং Auxiliary Consumption তুলনামূলকভাবে হ্রাস পাবে।

এটি বিদ্যুৎকেন্দ্রের লোড ডিসট্রিবিউশন বাসের সাথে সম্পর্কিত।   

সেবা চালু রয়েছে এবং প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে সেবাটি ডিজিটাল নয় বিধায় ওয়েব লিংক দেয়া সম্ভব নয়।
১১ Digitalize Event log for Shift (2020-21) (Haripur 412 MW CCPP)

শিফ্ট ডায়েরিটিকে একটি ডিজিটাল ডায়েরিতে রুপান্তর করা।

ডিজিটাল শিফ্ট ডায়েরিটিকে অনলাইনে (গুগল ড্রাইভে) আপলোড করা।

প্রাসঙ্গিক শিফ্ট ইঞ্জিনিয়ারদের এবং উর্ধতন কর্তৃপক্ষকে অ্যাক্সেস প্রদান।

ফ্রি স্পেস (১৫ জিবি) ব্যবহার এর জন্যে, নির্দিষ্ট সময় পর পর ফাইল গুলো গুগলড্রাইভ থেকে নিজস্ব মেমরিতে ট্রান্সফার করা।

আইডিয়াটি কার্যকর আছে এবং প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে। লিঙ্ক
১২ বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস টারবাইন ফিল্টার পরিবর্তনের সময় Filter House এর বিভিন্ন ফ্লোরে ফিল্টার উত্তোলনের জন্য বৈদ্যুতিক ক্রেন স্থাপন. (Haripur 412 MW CCPP) হরিপুর ৪১২ মেঃ ওঃ সিসিপিপি, ইজিসিবি লিঃ, নারায়ণগঞ্জ এর গ্যাস টারবাইনের ফিল্টার দ্রূততম সময়ে পরিবর্তনের জন্য  Filter House  এ  অতিরিক্ত একটি বৈদ্যুতিক ক্রেন স্থাপন করা। আইডিয়াটি কার্যকর আছে এবং প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে। সেবাটি ডিজিটাল নয় বিধায় ওয়েব লিংক দেয়া সম্ভব নয়।
১৩ Alarm Based সিকিউরিটি সিস্টেম। (Siddhirganj 335 MW CCPP) প্রচলিত ব্যবস্থায় বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তায় স্বয়ংক্রিয় ব্যবস্থা না থাকায় সার্বক্ষণিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা দুরূহ। বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে স্বয়ংক্রিয় গতিবিধি মনিটর করা যাচ্ছিল না। উদ্ভাবনী ধারণাটি বাস্তবায়নের ফলে বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় মোশন ডিটেক্টর সেন্সর স্থাপনের ফলে Zone ভিত্তিক যে কোন গতিবিধি মনিটরিং করা সহজ হয়েছে । এছাড়া , Local এলার্ম এর মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সতর্ক করা যাচ্ছে। উদ্ভাবনী ধারণাটি কার্যকর আছে প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে। সেবাটি ডিজিটাল নয় বিধায় ওয়েব লিংক দেয়া সম্ভব নয়।

 

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon