Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ ডিসেম্বর ২০২৪

প্রোফাইল অব গোলাম ইফতেখার মাহমুদ

গোলাম ইফতেখার মাহমুদ
সহযোগী অনুষদ, সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগ,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

 

গোলাম ইফতেখার মাহমুদ ১৯৭৯ সালে ঢাকার নবাবপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন মুক্তিযোদ্ধা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের একজন সহযোগী অনুষদ। এছাড়াও তিনি দৈনিক প্রথম আলো’র একজন বিশেষ প্রতিবেদক এবং স্বাধীন গবেষক, পরিবেশবিদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ, সংগঠক। ২০২২ সালে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএসএ) সরকারের মর্যাদাপূর্ণ বিশিষ্ট হামফ্রে ফেলোশিপ প্রোগ্রাম (ডিএইচএফপি) হিসাবে নির্বাচিত হন। উপরন্তু, ২০১০ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের আইভিএলপি নির্বাচিত হন। তিনি বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে ২০০৯ এবং ২০১০ সালে দুর্যোগ ব্যবস্থাপনা পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি সরকারি প্রতিষ্ঠানে, ইউএসএআইডি, অ্যাকশনএইড এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর  একজন বোর্ড সদস্য।
 
তিনি বিভিন্ন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষকের দায়িত্ব পালন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তিনি বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের একজন সম্মানিত সদস্য। এছাড়া গত এক যুগে তার তিনটি বই প্রকাশিত হয়েছে। তার ছয়টি বৈজ্ঞানিক প্রবন্ধ পিয়ার রিভিউ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
 
পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি বিভিন্ন আন্তর্জাতিক ও বহুজাতিক সংস্থার সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য বিশ্বের ১২টি দেশে ভ্রমণ করেছেন।