জনাব আসমা নাসরিন ৫ নভেম্বর ২০২৪ তারিখে উপসচিব হিসেবে বিদ্যুৎ বিভাগে যোগদান করেন এবং পরবর্তীতে ২০ মার্চ ২০২৫ তারিখে যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেন। বিদ্যুৎ বিভাগে যোগদানের পূর্বে তিনি কৃষি মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
আসমা নাসরিন ২০০৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে ২৪তম ব্যাচে যোগদান করেন। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সহকারী প্রধান হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ২০১০ সালের জানুয়ারি পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন। এরপর তাকে শিক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে বিএসসি এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন।
আসমা নাসরিন নাটোর জেলার নাটোর সদরের বাসিন্দা। তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যাসন্তানের জননী।
তিনি ১২ নভেম্বর ২০২৪ তারিখে ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এর পরিচালক হিসেবে নিযুক্ত হন।